মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

Mukesh Ambani s Reliance Industries is seeking 25500 crores loan to settle debt

বাণিজ্য | মুকেশ আম্বানিরও ঋণ চাই! ছ'টি ব্যাঙ্কের সঙ্গে আলোচনা, তুমুল শোরগোল

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১০Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: বাজারে বকেয়া রয়েছে প্রায় ৩০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ২৫ হাজার কোটি টাকা। এই বিপুল দেনা মেটাতে নতুন ঋণ নিতে চাইছে মুকেশ আম্বানির নেতৃ্ত্বাধীন রিলায়েন্স গোষ্ঠী। ঋণের জন্য প্রায় আধ ডজন ব্যাঙ্কের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে বলে দাবি সূত্রের। ঋণ মঞ্জুর হলে ২০২৩ সালের পর রিলায়েন্সই প্রথম সংস্থা হবে যারা এই বিপুল পরিমাণ ঋণ নেবে ব্যাঙ্ক থেকে। 

নামপ্রকাশে অনিচ্ছুক সংস্থার একটি সূত্র এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ৩০০ কোটি ডলারের নতুন ঋণ নিয়ে অম্বানীদের সঙ্গে ছ’টি ব্যাঙ্কের কথা চলছে। ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও কোনও ব্যাঙ্কের সঙ্গেই এখনও কোনও চুক্তি চূড়ান্ত করা হয়নি।

২০২৫ সালে আসল এবং সুদ মিলিয়ে প্রায় ২৯০ কোটি ডলার বাজারে বকেয়া রয়েছে রিলায়েন্সের। এর আগে ২০২৩ সালে ৮০০ কোটি ডলারের বেশি ঋণ নিয়েছিল রিলায়্যান্স গোষ্ঠী। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, রিলায়্যান্স জিয়ো ইনফোকম লিমিটেডের জন্য মোট ৫৫ ঋণদাতার কাছ থেকে ওই ঋণ নিয়েছিল রিলায়্যান্স গোষ্ঠী। নতুন ঋণ মঞ্জুর হলে সেই টাকা দিয়ে ২০২৩ সালের বকেয়া শোধ করা হবে বলে মনে করা হচ্ছে। 


RILMukeshambaniReliance

নানান খবর

সোশ্যাল মিডিয়া